স্বামী বিবেকানন্দ আরোগ্য ধাম ফাউন্ডেশন
Activities of Swami Vivekananda Arogya Dhama Foundation (স্বামী বিবেকানন্দ আরোগ্য ধামের কার্যাবলী)
How to keep good health (বিভিন্ন রোগ প্রতিরোধের উপায়)
"প্রতিকার প্রতিরোধ অপেক্ষা উত্তম" - এ কথা কার না জানা আছে। তাই স্বামী বিবেকানন্দ আরোগ্য ধাম ফাউন্ডেশন রোগ প্রতিরোধের বিভিন্ন উপায় বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা সেমিনার লেকচার এর আয়োজন করে থাকে। এছাড়াও বাৎসরিক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডায়াবেটিস, ব্রেস্ট ক্যান্সার, সারভিক্সের cancer, prostate cancer প্রভৃতি দুরারোগ্য ব্যাধির অগ্রিম নির্ণয় করা এবং কিভাবে নিজে নিজেই এসবের লক্ষ্মণকে অগ্রিম চিহ্নিত করা যায় তার প্রশিক্ষণ দিয়ে থাকে। 'Prevention is always better than cure'-SVAD Foundation organizes occasional seminar by experts on how to keep good health and prevent numerous diseases including complex disease like cancer. The foundation also organizes annual camp on self screening for few cancers like cancers of breast, cervical, prostrate etc for early detection and chance of cure.
Consultation through telemedicine (টেলিমেডিসিন এর মাধ্যমে গ্রামে বসেই চিকিৎসা)
পুনিয়া গ্রামস্থ স্বামী বিবেকানন্দ গ্রামোন্নয়ন কেন্দ্রে প্রতি শনিবার সকাল 9 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত ব্যাঙ্গালোর থেকে একজন জেনারেল ফিজিশিয়ান রোগীদের চিকিৎসা টেলিমেডিসিনের মাধ্যমে করেন । গ্রামোন্নয়ন কেন্দ্রে একজন প্রশিক্ষিত নার্স ডাক্তার কে রোগী দেখার জন্য সাহায্য করেন। বহির্বিভাগ সংক্রান্ত সমস্ত রোগীদের ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দেন। রোগীকে কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হলে ডাক্তারবাবু তা রোগীদের জানিয়ে দেন। এই সুযোগ নিতে আইকন এ ক্লিক করুন। SVAD is conducting OPD through telemedicine in different rural centers. At present it started at the premises of SVGK at village Punia in an experimental basis. A general physician from Bangalore is consulting patient every Saturday from 9am to 12pm. There is a trained nurse available on site to assist the doctor remotely. Gradually more specialist consultants will be added as demand grows. To register for the next available consulting please click on the icon .